spot_img

নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের

অবশ্যই পরুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসির) সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। যেসব বিষয়ে সংবিধান সংশোধন করা প্রয়োজন নেই। তা অবিলম্বে সরকার বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু কমিশন যে সমস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ