spot_img

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ-রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অবশ্যই পরুন

মেট্রোরেলের ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিটের শুনানি হবে।

রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দিকনির্দেশনাও চাওয়া হয়।

রিটকারী আইনজীবী জানান, বিগত সময়ে মেট্রোরেল ও ফ্লাইওভারে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার চিত্র আদালতে উপস্থাপন করা হবে।

এর আগে, রোববার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন, আহত হন আরও দুজন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয়।

সর্বশেষ সংবাদ

নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের দিকে যেতে হবে: সারজিস

স্বেচ্ছাচারি মনোভাব থাকলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। তাদের ওপর এনসিপিসহ জনগণের আস্থা থাকবে না। তাই...

এই বিভাগের অন্যান্য সংবাদ