spot_img

ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই

অবশ্যই পরুন

ঐতিহাসিক ল্যুভর জাদুঘর থেকে মূল্যবান রত্ন চুরির ঘটনায় ফ্রান্সের পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। রোববার (২৬ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট-ডেনিসের বাসিন্দা। তাদের মধ্যে একজন চার্লস ডি গল বিমানবন্দর থেকে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার দিনের বেলায় চার চোরের একটি চক্র বিশ্বের অন্যতম জনপ্রিয় এই জাদুঘরে প্রবেশ করে। চোররা ওয়েল্ডিংয়ের যন্ত্রাংশ ব্যবহার করে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। তারা সিন নদীর কাছে একটি যানচালিত সিঁড়ি ব্যবহার করে ভবনের প্রথম তলার গ্রিল কেটে ভেতরে ঢোকে।

জানা গেছে, জাদুঘরটি সকাল ৯টা ৩০ মিনিটে খোলার কিছুক্ষণ পরই চোরচক্রটি প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে তারা গার্ডদের হুমকি দিয়ে একটি কক্ষ খালি করে ফেলে এবং এরপর গ্লাস কেটে মূল্যবান রত্ন চুরি করে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চোররা মাত্র চার মিনিট ভবনের ভেতরে ছিল এবং চুরি শেষে রুমের বাইরে অপেক্ষামান দুটি স্কুটারে করে পালিয়ে যায়।

এই ঘটনার পর ফ্রান্সের বিচারমন্ত্রী জানান, জাদুঘরের নিরাপত্তায় ঘাটতি ছিল। পরবর্তীতে জানা যায়, চোররা যে চারটি রুমে প্রবেশ করেছিল, সেগুলোর মধ্যে একটিতে কোনো ধরনের সিসি ক্যামেরা ছিল না।

দুর্ধর্ষ এই চুরির ঘটনায় ফ্রান্সে জাদুঘরসহ অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনার রায়কে ঘিরে একটি মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ