জোড়া গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ব্রাজিলের মেয়েরা। তবে প্রথমার্ধেই অধিনায়ক অ্যাঞ্জেলিনা লাল কার্ড দেখে মাঠে ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সেলেসাওরা। বিরতির পর পরেই একটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইংল্যান্ডের মেয়েরা। কিন্তু জমাট বাঁধা রক্ষণে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হেসেছে ব্রাজিলিয়ানরাই।
শনিবার (২৫ অক্টোবর) ইত্তিহাদ স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা। এই জয়ে ২০২৩ সালে মেয়েদের ফিনালিসিমায় ইংল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ নিয়েছে তারা। ব্রাজিলের হয়ে গোল দুটি করেছেন বিআ জানেরাত্তো ও দুদিনহা। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন জর্জিয়া স্ট্যানওয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। যার ফলে নবম মিনিটেই জালের দেখা পেয়ে যায় সফরকারীরা। রক্ষণভাগ থেকে আসা বল মাথা দিয়ে নিয়ন্ত্রণে এনে চমৎকার পাস দেন দুদিনহা। বক্সে ঢুকে কিটিংয়ের বাঁদিকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন বিআ জানেরাত্তো।
গোল হজমের পর ইংল্যান্ড পাল্টা আক্রমণে উঠলেও ব্রাজিলের রক্ষণভাগ ও গোলরক্ষক লোরেনা ছিল অনবদ্য। ম্যাচের ১৯ মিনিটে পাল্টা আক্রমণে মাঝমাঠে বল কেড়ে নিয়ে আবারও আক্রমণে ওঠে ব্রাজিল। এবার জানেরাত্তোই পাস দেন দুদিনহাকে, যিনি একেবারে সামনে মুখোমুখি হয়ে ইনস্টেপ শটে ইংলিশ গোলকিপার কিটিংকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন।
মিনিট দুয়েক পরেই ইংল্যান্ডের এলা টুন বক্সে ঢুকতে গেলে ফাউল করেন ব্রাজিল অধিনায়ক অ্যাঞ্জেলিনা। রেফারি সেটিকে স্পষ্ট গোলের সুযোগ নষ্ট হিসেবে বিবেচনা করে সরাসরি লাল কার্ড দেখান সেলেসাও অধিনায়ককে। তাতে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ওঠে ইংল্যান্ড। মাত্র চার মিনিটের মাথায় পেনাল্টি পায় তারা। স্ট্যানওয়ের শট আটকাতে ঝাঁপিয়ে পড়েও পারেননি লোরেনা। তাতে ম্যাচের ফল দাঁড়ায় ২-১ এ। এই অবস্থায় লিড ধরে রেখে ম্যাচ শেষ করার মতো বীরত্ব দেখিয়েছে সেলেসাও মেয়েরা।
ম্যাচটি নিয়ে ইংল্যান্ডে বেশ উন্মাদনা ছিল। সরাসরি এই লড়াই উপভোগ করতে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে ইত্তিহাদ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ৩৭ হাজার ৪৬০ জন ফুটবলভক্ত। যদিও ম্যাচশেষে স্বাগতিকদের হতাশাজনক হারের অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়েছে।
প্রথমার্ধ থেকেই একজন ফুটবলার কম নিয়ে খেললেও ব্রাজিল দেখিয়ে দিয়েছে, কীভাবে প্রয়োজনের সময় দৃঢ়তা ও ধৈর্য ধরে লড়াই করতে হয়। টানা দুটি প্রীতি ম্যাচে জয় পাওয়া ব্রাজিলের মেয়েরা, আগামী মঙ্গলবার তারা ইতালির বিপক্ষে খেলবে। অন্যদিকে, ইংলিশ মেয়েরা একইদিন লড়বে অস্ট্রেলিয়ার সঙ্গে।

