বুন্দেসলিগায় নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বায়ার্ন মিউনিখ। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৩ গোলে হারিয়েছে বাভাররিয়ানরা।
ম্যাচের দশ মিনিটেই ইয়েন্স কাস্ট্রপ লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় বরুশিয়া মনশেনগ্লাডবাখ। এরপরও ম্যাচের প্রথমার্ধে তেমন কিছুই করতে পারেনি বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে গতি বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
তবে, ম্যাচের ৬৪ মিনিটে ডেড লক ভেঙ্গে দলকে লিড এনে দেন জসুয়া কিমিখ। ঠিক পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল। শেষ দিকে ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্লের গোলে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

