spot_img

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসা করলেন ট্রাম্প

অবশ্যই পরুন

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের প্রচেষ্টার জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা চালিয়ে অন্তত একজনকে হত্যা করেছে এবং আরও চারজনকে আহত করেছে।

শনিবার (২৫ অক্টোবর) ট্রাম্প এই মন্তব্য করেন, যখন তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি-র সঙ্গে এয়ার ফোর্স ওয়ান-এ সাক্ষাৎ করেন। মালয়েশিয়ায় একটি সম্মেলনে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্টের বিমানটি উপসাগরীয় দেশটিতে জ্বালানি ভরার জন্য থেমেছিল।

ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে অনেক কিছু করেছি, বিশেষ করে গত বছরে। আমরা যা করেছি তা অবিশ্বাস্য—মধ্যপ্রাচ্যে শান্তি—এবং তারা (কাতার) এতে বড় ভূমিকা পালন করেছে, তাই আমি কৃতজ্ঞতা জানাতে চাই।”

কাতারের আমির এক্স-এ পোস্টে জানান, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত এবং এই বৈঠকটি ছিল।

এই বৈঠকটি এমন সময়ে হয়েছে যখন ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা—এই সপ্তাহে ইসরায়েল সফর করেছেন। তারা হলেন—ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তারা নিশ্চিত করতে চেয়েছেন যে, মার্কিন মিত্র ইসরায়েল চুক্তি মেনে চলছে এবং ওয়াশিংটন-নেতৃত্বাধীন পরিকল্পনার দ্বিতীয় ধাপের বিস্তারিত নিয়ে আলোচনা করেছেন।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সিজেসিসি’র চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির...

এই বিভাগের অন্যান্য সংবাদ