spot_img

রোহিত-কোহলির ব্যাটে সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ এড়াল ভারত

অবশ্যই পরুন

রোহিতের অপরাজিত সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে ভারত। শনিবার (২৫ অক্টোবর) অজিদের দেয়া ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ম্যান-ইন-ব্লুরা।

এদিন ব্যাট করতে নেমে ওপেনিং জুটি ভাঙার পর ভারতীয় বোলারদের চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দলটি।

৫০ ওভারের আগেই ২৩৬ রানেই গুটিয়ে যায় অজিরা। স্বাগতিক দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে ম্যাট রেনশের ব্যাট থেকে। এছাড়া মিচেল মার্শ ৪১ এবং ম্যাথু শর্ট যোগ করেন ৩০ রান। ৪ উইকেট নেয়া হার্শিত রানার বিধ্বংসী স্পেলে গুড়িয়ে যায় অস্ট্রেলিয়ার মিডল ওর্ডার।

২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং শুভমান গিল গড়েন ৬৯ রানের ওপেনিং জুটি। গিল ২৪ রানে হ্যাজলউডের শিকার হলে এই জুটি ভাঙে। এরপর কোহলিকে নিয়ে ১৮৮ রানের পার্টনারশীপ তৈরি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রোহিত।

এই জয়ের পথে ১২২ রানের অপরাজিত এক ম্যাচজয়ী ইনিংস খেলেন রোহিত। কোহলির ব্যাট থেকে আসে অপরাজিত ৭৪ রানের ইনিংস।

সর্বশেষ সংবাদ

বুন্দেসলিগায় টানা ৮ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগায় নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বায়ার্ন মিউনিখ। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৩ গোলে হারিয়েছে বাভাররিয়ানরা। ম্যাচের দশ মিনিটেই ইয়েন্স কাস্ট্রপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ