যতই ঘনিয়ে আসছে এল ক্লাসিকোর সময়, ততই বাড়ছে উত্তেজনা। মাঠের লড়াইয়ের আগে যথারীতি জমেছে কথার লড়াই। আর সেই লড়াইয়ের আগুনে ঘি ঢেলেছে বার্সা তারকা লামিন ইয়ামালের করা বিস্ফোরক মন্তব্য। ক্লাসিকোর মাত্র দুদিন আগে ইয়ামাল বলেন, রিয়াল চুরি করে, আবার অভিযোগও তোলে।
লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে কিংস লিগের একটি অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন ইয়ামাল, যেখানে জেরার্ড পিকে-ইবাই লানোসের সঙ্গে এক আড্ডায় ওঠে এল ক্লাসিকো প্রসঙ্গ। সেখানেই স্ট্রিমার ইবাই লানোস কিংস লিগের ক্লাব লা ক্যাপিটালের সহমালিক ইয়ামালকে জিজ্ঞেস করেন, কিংস লিগের দল পোরকিয়নস রিয়াল মাদ্রিদের মতো কি না? উত্তরে ইয়ামাল বলেন, হ্যাঁ, অবশ্যই, তারা চুরি করে আর অভিযোগ করে। এটাই তারা করে।
ইয়ামালের এমন মন্তব্যের পর পড়ে যায় হাসির রোল, রিয়ালভক্ত ও পোরকিয়ানস দলের মালিক লানোসের প্রশ্ন, বার্নাব্যুতে খেলাটা কঠিন কি না? এবার ইয়ামালের উত্তর, অন্তত বার্সার জন্য কঠিন নয়। শেষবার নিজের গোল করার কথা মনে করিয়ে দিয়ে ১৭ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেন, ‘সেবার যে ৪-০ গোলে জিতেছিলাম, সেটা কি ভুলে গেছো?’
ইয়ামালের এই মন্তব্যের পর স্প্যানিশ সামাজিক যোগাযোগমাধ্যমে পড়েগেছে হইচই। কেউ বলেছেন, এটাই বার্সার রক্ত। কেউ আবার সতর্ক করেছেন এমন মন্তব্য ক্লাসিকোর আগে মাদ্রিদকে আরও অনুপ্রাণিত করবে।
যদিও মৌসুমের শুরুতে কুঁচকির চোটে ভুগছিলেন ইয়ামাল, তবে ফিট হয়ে ফিরেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। এবারের লা লিগায় এখন পর্যন্ত সাত ম্যাচে করেছেন তিন গোল, দিয়েছেন পাঁচটি অ্যাসিস্ট।
উল্লেখ্য, মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামীকাল মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল।

