spot_img

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা সহজ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক পরিমাণে বাজেট বরাদ্দ করা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে পারলে উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ হবে।

শনিবার (২৫ অক্টোবর) নরসিংদীর বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্যের কোনো বিকল্প নেই। তিনি আশ্বাস দেন যে, প্রশাসনের সহায়তা নিয়ে আগামী দিনে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নেও কাজ করা হবে।

হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় স্থানীয়দের ও তাঁর পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা এবং জমি দানের কথা স্মরণ করে পররাষ্ট্র উপদেষ্টা ভবিষ্যতেও স্কুলের সামগ্রিক উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মো. মিনহাজুল হক, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন এবং নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ

শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার

জাতীয় চিড়িয়াখানার স্বাভাবিক পরিবেশের উন্নয়নে জনবল ঘাটতি দ্রুত পূরণ করা হবে এবং অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় শিগগিরই...

এই বিভাগের অন্যান্য সংবাদ