spot_img

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত

অবশ্যই পরুন

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা (৫৪) ও একই এলাকার শিলাহাটি গ্রামের বাসিন্দা যুগল কিশোর সাহার ছেলে বিপ্লব কুমার সাহা (৫৫)।

পুলিশ জানায়, আশ্রমে নামযজ্ঞ শুনে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় হঠাৎ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত হন ভ্যানের চালক ও আরও ৪ যাত্রী। খবর পেয়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে চালক ও হেলপার। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়াও এই ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদী প্রবণতা ফিরে আসা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণপূর্ত উপদেষ্টার

ফ্যাসিবাদ পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে। তাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ