spot_img

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে সৌদি

অবশ্যই পরুন

দখলদার ইসরায়েলের সঙ্গে চলতি বছরের মধ্যেই মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমি মনে করি আমরা সৌদি-ইসরায়েল সম্পর্কের খুব কাছাকাছি আছি। সৌদির গাজা সমস্যা ছিল, সৌদির ইরান সমস্যা ছিল। বর্তমানে তাদের এ দুটি সমস্যা আর নেই।

প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্যটি করেন ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— এ বছরের মধ্যে সৌদি আরব কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে? জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ।”

তিনি আরও ইঙ্গিত দেন, একদিন তিনি নিজে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যাবেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ফিলিস্তিনি অথরিটি (পিএ)-এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনিদের প্রকৃত নেতা হিসেবে মনে করেন না। তার ভাষায়, এ মুহূর্তে ফিলিস্তিনিদের কোনো নেতা নেই—অন্তত দৃশ্যমান কোনো নেতা নয়। তারা কেউ দৃশ্যমান হতে চায় না, কারণ যারা দৃশ্যমান হয়েছেন, তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল, ট্রাম্পের সতর্কবার্তা

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তেলআবিব। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি মানচিত্রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ