spot_img

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ঢুকে চারজনকে মারলো ইসরায়েল

অবশ্যই পরুন

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে দখলদার ইসরায়েল লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর দ্য স্ট্রিট জার্নাল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় চালানো হামলায় দুইজন এবং দক্ষিণ লেবাননের আরবসালিম এলাকায় পৃথক এক হামলায় আরও দুইজন প্রাণ হারান।

সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নিহতদের মধ্যে একজন বৃদ্ধা নারীও রয়েছেন।

গত বছরের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর এটিই সর্বশেষ লঙ্ঘনের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল গাজাতেও একইভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়ে যাচ্ছে। ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে ১০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে দেশটি।

সূত্র: দ্য স্ট্রিট জার্নাল

সর্বশেষ সংবাদ

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছেন ট্রাম্প

তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি ‘খুব গুরুত্ব সহকারে’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ