spot_img

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়

অবশ্যই পরুন

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলো প্রোটিয়ারা। রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সহজ জয় পায় প্রোটিয়ারা।

৪ উইকেটে ৯৪ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শুরু করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম সেশনেই ৪৪ রান যোগ করে শেষ ৬ উইকেট হারায় দলটি। এই সেশনে মাত্র ১৪ দশমিক ৩ ওভার ব্যাট করতে পারে স্বাগতিকরা। আর তাতে দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৩৮ রানে।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়ায় মাত্র ৬৮ রান। ২ উইকেট হারিয়ে ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সহজেই টেস্ট জিতে নেয় প্রোটিয়ারা। প্রথম টেস্টে পাকিস্তান জয় পাওয়ায় সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

ম্যাচসেরা হয়েছেন ম্যাচে ৯ উইকেট নেয়া কেশব মাহারাজ। আর সিরিজসেরা হয়েছেন সেনুরান মুথুসামি।

এর আগে, ২০০৭ সালে সবশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল দলটি।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিতে শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বন্দুকের গুলিতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। তারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ