spot_img

শেখ হাসিনা-কামালসহ তিনজনের রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর

অবশ্যই পরুন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারকাজ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জাান মামলার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য দেন। এর মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম সমাপ্ত হলো এবং আগামী ১৩ নভেম্বর রায়ের তারিখ জানাবেন ট্রাইব্যুনাল।

গত ৩ আগস্ট জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় এই তিনজনের বিচার শুরু হয়। এরপর ২৮ কার্যদিবসে ৫৪ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয় এবং প্রসিকিউশন ৬ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে। শেখ হাসিনা ও কামালের পক্ষে তিন দিনের যুক্তিতর্ক উপস্থাপন বুধবার শেষ হয়।

যুক্তিতর্কে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের খালাসের প্রত্যাশা করেছেন। তিনি দাবি করেন, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। একইসঙ্গে তিনি সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, দায় থেকে বাঁচতেই তিনি এ পথ বেছে নিয়েছেন।

অন্যদিকে, চিফ প্রসিকিউটর যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তাদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কোনো সাজার আবেদন করেনি প্রসিকিউশন।

প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চিফ প্রসিকিউটর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য দেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

উইন্ডিজদের বিপক্ষে বড় জয়ে সিরিজ বাংলাদেশের

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৭ রানে ক্যারিবীয়দের আটকে দিয়ে ১৭৯ রানের বড় জয় পেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ