spot_img

অতীতের করা ভুলের জন্য জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা

অবশ্যই পরুন

অতীতে জামায়াতে ইসলামীর করা সব ধরনের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

গতকাল বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ক্ষমা চান।

ডা. শফিকুর রহমান বলেছেন, এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই। এটা গোটা জাতি হলেও চাই এবং ব্যক্তি হলেও চাই। কোনো অসুবিধা নেই।

তিনি আরও বলেন, আমি এই কথা জীবনেও বলিনি, আমার কোনো সহকর্মীও বলেননি। আমাদের সিনিয়র যারা ছিলেন তারাও বলেননি- যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে যে তারা সকল ভুলের ঊর্ধ্বে। অবশ্যই জাতি এটা মানবে না। তাহলে আমাদেরটা মানবে কেন?

জামায়াতে আমির দাবি করেন, আমাদের সেরকম যত ভুল হয়েছে জানা-অজানা। এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান।

জামায়াতে আমির বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াতে আমির বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ জামায়াত ইসলামী।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, হাসপাতালে ৮০৩ জন

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা...

এই বিভাগের অন্যান্য সংবাদ