spot_img

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ইয়ামাল

অবশ্যই পরুন

মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্বে ইতিহাস গড়ে ফেললেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিস্ময়-বালক লামিনে ইয়ামাল। জার্মান ভিত্তিক বিশ্বখ্যাত ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সফারমার্কেটের সর্বশেষ বাজারমূল্য হালনাগাদে উঠে এসেছেন সবার ওপরে—বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের আসনটি এখন এই তরুণ তারকা ফরোয়ার্ডের দখলে।

ট্রান্সফারমার্কেটের অক্টোবরের আপডেট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি ১০০ ফুটবলারের তালিকায় ইয়ামালের বাজারমূল্য এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২০০ মিলিয়ন ইউরোতে, যা বর্তমানে বিশ্ব ফুটবলে সর্বোচ্চ। এই বয়সেই ক্লাব কিংবা দেশ সর্বত্রই আছেন পাদপ্রদীপের আলোয়। জিতেছেন দুইটি লা লিগা শিরোপা, স্পেনের হয়ে ইউরো ট্রফির শ্রেষ্ঠত্ব।

এই তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন তিন তারকা—রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। তিনজনেরই বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো। রিয়ালের আরেক ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র আছেন তালিকার পঞ্চম স্থানে। তার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো, যা আগের আপডেট থেকে ২০ মিলিয়ন কম।

ট্রান্সফারমার্কেটের আপডেট অনুযায়ী, সমান ১৪০ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে ষষ্ঠ থেকে নবম স্থানে রয়েছেন বার্সেলোনার ২২ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি, বায়ার্ন মিউনিখের তরুণ প্রতিভা জামাল মুসিয়ালা, আর্সেনালের বুকায়ো সাকা, লিভারপুলের নতুন স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক। সেরা দশের শেষ নামটি ফ্লোরিয়ান ভির্টজ, যার মূল্য ১৩০ মিলিয়ন ইউরো।

একসময় ওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা অকল্পনীয়ই ছিল। কিন্তু সময় বদলেছে, বাস্তবতা এখন ভিন্ন। ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন দুই তারকা। ট্রান্সফারমার্কেটের সর্বশেষ তালিকা অনুযায়ী এই দুই কিংবদন্তির নাম নেই শীর্ষ ১০০-এর মধ্যেও। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বে তাদের এক যুগের শ্রেষ্ঠত্বও শেষ হয়েছে।

এদিকে বিশ্বের ১০০ সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় ইউরোপের বড় পাঁচ লিগ ছাড়া কেবল একজন খেলোয়াড়ই জায়গা পেয়েছেন। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন ৭৫ মিলিয়ন ইউরো নিয়ে আছেন ৪৪তম স্থানে।

বিশ্বের ১০০ সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় সবচেয়ে বেশি আছে আর্সেনালের মোট ১০ জন, যাদের সম্মিলিত বাজারমূল্য ৮২০ মিলিয়ন ইউরো। একই সংখ্যক খেলোয়াড় আছে পিএসজিতেও (১০ জন), তবে তাদের সম্মিলিত মূল্য একটু কম—৮০৫ মিলিয়ন ইউরো। এরপর রয়েছে রিয়াল মাদ্রিদ (৯ জন), বার্সেলোনা (৮), লিভারপুল (৮), ম্যানচেস্টার সিটি (৮), চেলসি (৭), বায়ার্ন মিউনিখ (৬), নিউক্যাসল (৫) ও ইন্টার মিলান (৪)।

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত দাবি না ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত তার অতিরিক্ত দাবি থেকে সরে না আসবে, ততদিন তেহরান আলোচনার টেবিলে ফিরে যাবে না। বুধবার (২২...

এই বিভাগের অন্যান্য সংবাদ