spot_img

বিশ্বের শীর্ষ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশগুলোর একটি ইরান: জেনারেল তালাই-নিক

অবশ্যই পরুন

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেছেন, ইরানের স্বনির্ভর, উন্নত ও জ্ঞানভিত্তিক ক্ষেপণাস্ত্র শিল্প এখন বিশ্বের শীর্ষ শক্তিগুলোর মধ্যে অন্যতম। সোমবার (২০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরানের সংবাদ সংস্থা প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, তালাই-নিক বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের অভিজ্ঞতা দেশের অন্যান্য খাতে নিষেধাজ্ঞা মোকাবিলার জন্য একটি কার্যকর মডেল হিসেবে কাজ করতে পারে।

তিনি জানান, টানা ৪০ বছরেরও বেশি সময় ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখেও ইরান তার ক্ষেপণাস্ত্র শক্তিকে এমন এক উচ্চ পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছে, যা এখন দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় “কৌশলগত আক্রমণাত্মক সুবিধা” এনে দিয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধ
তালাই-নিক স্মরণ করিয়ে দেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলা ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুপক্ষের ওপর গুরুতর আঘাত হানে। ১৩ জুন ইসরায়েল কোনো প্ররোচনা ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যেখানে বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন।

প্রতিবেদনে বলা হয়, এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও যুদ্ধে সরাসরি যুক্ত হয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) গুরুতর লঙ্ঘন ছিল।

ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদে পাল্টা হামলা চালায়। ২৪ জুন, ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযানের পর ইরান সফলভাবে যুদ্ধ থামাতে সক্ষম হয় এবং ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করে।

ইরানের হাতে পরাজয়ে হতাশ ইসরায়েল
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাভি বলেন, ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল চরম পরাজয়ের মুখে পড়ে এবং এই ব্যর্থতা তাদের গভীর হতাশায় ফেলেছে।

তিনি আরও বলেন, এই পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে এবং ইসরায়েলি বাহিনীর মনোবল ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করেন।

আগে যুক্তরাষ্ট্র সাধারণত পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাত, কিন্তু এবার তারা সরাসরি হামলায় যুক্ত হয়ে নিজেদের লক্ষ্য প্রকাশ্যে ঘোষণা করে বলে উল্লেখ করেন ফাদাভি। তবুও ইরান দৃঢ়তার সঙ্গে পাল্টা জবাব দিয়েছে এবং শত্রুপক্ষকে বড় ধরনের পরাজয় বরণ করতে বাধ্য করেছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস সুপার ওভারে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করতে সাইফ হাসানের ওপর ভরসা রাখেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ