spot_img

দীপাবলির প্রদীপ প্রজ্বলন করলেন ডোনাল্ড ট্রাম্প

অবশ্যই পরুন

আলোর উৎসব দীপাবলি উপলক্ষে হোয়াইট হাউজে প্রদীপ প্রজ্বলন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এর পাশাপাশি জানালেন আন্তরিক শুভেচ্ছা। সোমবার (২০ অক্টোবর) এক বার্তায় তিনি বলেন, “দীপাবলি হলো অন্ধকারের উপর আলোর, অশুভের উপর শুভের চিরন্তন জয়ের প্রতীক। এটি কেবল একটি উৎসব নয়, বরং পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার, বন্ধুত্ব ও ঐক্য উদযাপনের এক বিশেষ সময়।”

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, দীপাবলি শুধু ভারতের নয়, বরং গোটা বিশ্বের জন্যই এক গুরুত্বপূর্ণ উৎসব। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ভারতীয় ও দক্ষিণ এশীয় সম্প্রদায় প্রতি বছর যেভাবে ভক্তি, আনন্দ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে দীপাবলি পালন করেন, তা আমেরিকার বহুত্ববাদী সমাজকে আরও সমৃদ্ধ করে।

এসময় তিনি আরও যোগ করেন, “আলোর এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে আশা, শান্তি ও ভালোবাসা সবসময় অন্ধকারকে দূর করে। দীপাবলি আমাদের শেখায় ঐক্যের শক্তি এবং ইতিবাচকতার জয়।”

উল্লেখ্য, মার্কিন রাজনীতিতে ভারতীয় সম্প্রদায়ের ক্রমবর্ধমান গুরুত্বের প্রেক্ষিতে প্রতি বছর দীপাবলি উপলক্ষে হোয়াইট হাউস বা রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা বার্তা বিশেষ তাৎপর্য বহন করে। শেষে ট্রাম্প আশা প্রকাশ করেন, এই দীপাবলি বিশ্বের প্রতিটি পরিবারে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনুক।

সর্বশেষ সংবাদ

আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার

আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকশা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ