নারী ক্রিকেটের জনপ্রিয় মুখ স্মৃতি মান্ধানা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। চলমান ওয়ানডে বিশ্বকাপের মাঝেই ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। ইন্দোরের রাজ্য প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ খবর নিশ্চিত করেছেন তার হবু বর পলাশ মুছাল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সে (মান্ধানা) দ্রুতই ইন্দোরের বউ হতে যাচ্ছে। আমি শুধু এটাই বলতে পারব। আপনাদের আমি শিরোনামটা দিয়ে দিলাম। যদিও স্মৃতি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে পলাশের বক্তব্যে বিষয়টি বেশ স্পষ্ট।
পলাশ মুছাল জনপ্রিয় গায়িকা পলক মুছালের ভাই। বোনের মতো তিনিও সংগীত জগতের সঙ্গে যুক্ত। মাত্র ৩০ বছর বয়সেই তিনি অর্ধশতাধিক গানে সুর করেছেন এবং কাজ করেছেন টি-সিরিজ, জি মিউজিক ও পাল মিউজিক কোম্পানির সঙ্গে। এছাড়া একটি ওয়েব সিরিজও পরিচালনা করেছেন তিনি।
মুম্বাইয়ে জন্ম নেওয়া স্মৃতি মান্ধানা গান শেখার সূত্রে পলাশের সঙ্গে পরিচিত হন। ২০১৯ সাল থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন ছিল। ইনস্টাগ্রামে দুজনের একাধিক ছবি ও পোস্টে সেই সম্পর্কের ইঙ্গিতও পাওয়া যায়।
গত বছরের মে মাসে স্মৃতি ইনস্টাগ্রামে পলাশের সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, শুভ জন্মদিন বয়। সামনের দারুণ বছরের জন্য তোমাকে শুভকামনা। ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য।
বর্তমানে নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন স্মৃতি মান্ধানা। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ২২২ রান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তিনি ৯৪ বলে ৮৮ রান করেন।
ভারতীয় নারী দল এখন পর্যন্ত টুর্নামেন্টে দুইটি ম্যাচে জয় পেয়েছে। দলের এমন সময়ে পলাশ মুছালও শুভকামনা জানিয়েছেন মান্ধানাকে। তিনি বলেন, হারপ্রিত কৌর ও স্মৃতি মান্ধানার প্রতি আমার শুভকামনা। আমরা সব সময় চাই ভারত ক্রিকেট দল জিতুক এবং দেশের জন্য গৌরব বয়ে আনুক।