spot_img

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

অবশ্যই পরুন

ঘরের মাঠে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের পর স্পিন শক্তি বাড়াতে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ। এবার একই পথে হেঁটেছে ওয়েস্ট ইন্ডিজও। স্পিনসহায়ক উইকেটের সর্বোচ্চ ফায়দা নিতে স্কোয়াডে পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা।

শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন তিন স্পিনার গুডাকেশ মোটি, খারি পিয়েরে ও রস্টন চেজ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

মিরপুরের স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখে নিজেদের শক্তি বাড়াতে তারা দলে যোগ করছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেইনকে। মূল স্কোয়াডে না থাকলেও, সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে ৩২ বছর বয়সী আকিলকে উড়িয়ে আনা হচ্ছে।

দল সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী আকিল আজ সোমবার (২০ অক্টোবর) রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। ২৪ বছর বয়সী এই পেসার এর আগে দুটি টি-টোয়েন্টি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।

ওয়ানডে স্কোয়াড থেকে দেশে ফিরে যাচ্ছেন জেদাইয়া ব্লেডস ও শামার জোসেফ। তাই দুই দলেই স্পিনার বাড়ানোয় বাকি ম্যাচগুলোতে আধিপত্য থাকবে স্পিনারদেরই। আগামীকাল মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সর্বশেষ সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন...

এই বিভাগের অন্যান্য সংবাদ