spot_img

এয়ার ফোর্স ওয়ানের কাছে ‘স্নাইপার নেস্ট’-এর সন্ধান, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান বর্তমানে যেখানে রাখা হচ্ছে, তার কাছাকাছি সন্দেহজনক এক স্থানের দেখা মিলেছে। কাঠামোটিকে ‘স্নাইপার নেস্ট’ বলা হচ্ছে। স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে যারা নিশানা করেন, তারা সাধারণত এই ধরনের কাঠামো ব্যবহার করে থাকেন। কাঠামোর আবিষ্কারের পর থেকেই ফ্লরিডা বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজ প্রথম এই খবর জানায়। তাদের তথ্যমতে, সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে গাছের ডালে কিছু পাইপ জড়িয়ে তৈরি করা এই সন্দেহজনক কাঠামোটি খুঁজে পান।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, ওই স্থান থেকে কোনো গুলি বা বিস্ফোরক বস্তু উদ্ধার করা হয়নি। তবে, এটি আসলেই স্নাইপার বন্দুকধারীর কোনো স্থান, নাকি গাছের মধ্যে কোনো পুরনো বা অব্যবহৃত বস্তু— তা এখনও নিশ্চিত নয়। কিছু সূত্র ধারণা করছে, এই অঞ্চলটি শিকারীরা, বিশেষ করে আক্রমণাত্মক সবুজ ‘আইগুয়ানার’ শিকারের জন্য ব্যবহার করতে পারে।

এফবিআই পরিচালক ক্যাশ পটেল ফক্স নিউজকে নিশ্চিত করেছেন, “প্রেসিডেন্টের ওয়েস্ট পাম বিচে ফেরার আগে একটি উঁচু জায়গায় এই স্থানের আবিষ্কার হয়, যা এয়ার ফোর্স ওয়ান ল্যান্ডিং জোনের দৃশ্যপটে ছিল।” তিনি জানান, ওই স্থানে কাউকে পাওয়া যায়নি এবং এফবিআই এখন বিষয়টি তদন্ত করছে।

সাম্প্রতিক নির্মাণকাজের কারণে এয়ার ফোর্স ওয়ান বিমানটি অস্থায়ীভাবে এমন একটি অঞ্চলে রাখা হচ্ছিল, যেখানে সাধারণত ব্যক্তিগত বিমান পার্ক করা হয়। সন্দেহজনক কাঠামোর উপস্থিতির কারণে গত রোববার নিরাপত্তার খাতিরে ট্রাম্পকে তুলনামূলক ছোট সিঁড়ি ব্যবহার করে বিমানে উঠতে হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ

নবম পে-স্কেলে খুশি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, আতঙ্কে বেসরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল ২০২৬ সালের মার্চের আগেই ঘোষণা হতে পারে বলে জানা গেছে। এতে সরকারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ