বাড়িভাড়া বাবদ ৫ শতাংশ হারে সরকারি বরাদ্দ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২০ অক্টোবর) সকালে শহীদ মিনারে সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষক-কর্মচারী বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এর আগে, রোববার (১৯ অক্টোবর) তাদের ঘোষিত ‘ভুখা মিছিল’ পুলিশি বাধার মুখে পড়লে শিক্ষক নেতারা আমরণ অনশন এবং সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।
তিন দফা দাবিতে চলমান এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন।
শিক্ষক নেতারা জানান, সরকার তাঁদের মূল দাবিগুলো মেনে যথাযথ প্রজ্ঞাপন না জারি করা পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি সরকার যদি দাবি উপেক্ষা করে, তবে আন্দোলনের ধারাও আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
দাবিগুলো হলো:
১. মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া।
২. ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা।
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।