spot_img

‘জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার বিষয়টি নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না’

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না।

আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে, এনসিপিসহ বাকি দলগুলো সনদের স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা বজায় রাখার অনুরোধ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন রশিদ

নিজের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। প্রথম বিয়ের ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় বিয়েটি করেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ