spot_img

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

অবশ্যই পরুন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুরে টসে জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এছাড়া দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে একাদশে সুযোগ পেলেন সৌম্য সরকার।

মিরপুরে দুই পেসার নিয়ে নামছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছাড়াও একাদশে আছেন আরও দুই স্পিনার।

পরিসংখ্যান বলছে, মিরপুরের মাঠে আগে ব্যাট করে ৫৪ ম্যাচের মধ্যে ২৬টি জিতেছে বাংলাদেশ। আর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৭ ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে বাংলাদেশের জয় ২১ ম্যাচে আর ক্যারিবিয়ানরা জিতেছে ২৪টি। ফল আসেনি বাকি ২ ম্যাচে।

বাংলাদেশের মাটিতে দুই দলের ২০ ম্যাচে স্বাগতিকদের জয় ৯ ম্যাচে আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা সবশেষ সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে এর আগে টানা ১১ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায় তারা।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা!

ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে দেয়া বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ