spot_img

রাশিয়া-ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তির পথে আসার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমার বৈঠকটি ছিল অত্যন্ত আকর্ষণীয় ও আন্তরিক। আমি তাকে যেমন বলেছি, তেমনি প্রেসিডেন্ট পুতিনকেও জোরালোভাবে বলেছি—এখন সময় এসেছে হত্যাযজ্ঞ বন্ধ করে আলোচনায় বসার।’

তিনি আরও বলেন, ‘যথেষ্ট রক্ত ঝরেছে। যুদ্ধ আর সাহসের ভিত্তিতে সীমান্ত নির্ধারণের এই খেলায় ইতি টানতে হবে। তারা যেখানে আছে, সেখানেই থামুক। উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করুক—ইতিহাসই নির্ধারণ করবে কে আসল বিজয়ী।’

ট্রাম্প দাবি করেন, তার প্রেসিডেন্ট থাকাকালে এই যুদ্ধ শুরুই হতো না। বলেন, ‘আর কোনো গুলি নয়, আর কোনো মৃত্যু নয়, আর অগণিত টাকার অপচয় নয়। প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে—আর নয়! ঘরে ফিরে যান, পরিবারের সঙ্গে শান্তিতে থাকুন।’

জেলেনস্কির সঙ্গে বৈঠকের একদিন পর এই মন্তব্য করেন ট্রাম্প। ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় হোয়াইট হাউসে, যেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও দেখা করবেন। আগামী সপ্তাহে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকের পর হাঙ্গেরিতে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা!

ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে দেয়া বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ