spot_img

চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে এসেছে কয়েকটি পরিবর্তন, চমক হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার, তবে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা। ইনজুরির কারণে এবারও দলে নেই লিটন দাস।

সৌম্য সরকার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ভিসা সমস্যার কারণে আফগানিস্তান সিরিজে অংশ নিতে না পারলেও এবার ফিরেছেন দলে। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৬ ওয়ানডেতে ২,১৯৮ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান আবারও জাতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন।

প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী মাহিদুল ইসলাম।

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাঈম ও নাহিদ রানা খেলেছিলেন একটি করে ম্যাচ। তৃতীয় ওয়ানডেতে নাঈম ২৪ বল খেলে করেন ৭ রান, আর নাহিদ ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

১০ বছরের ক্যারিয়ারে দলে ফেরা সৌম্য সরকার এখন পর্যন্ত ৭৬ ওয়ানডেতে ২১৯৮ রান করেছেন। নতুন মুখ মাহিদুল ইসলাম একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৪৪.৫৩ গড়ে করেছেন ৩৪২৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরের দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শুরু বেলা দেড়টায়। এরপর ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়,
মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

সর্বশেষ সংবাদ

দল ঘোষণা আফগানিস্তানের, নেই রশিদ খান

আফগানিস্তানের নির্বাচকরা জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছেন। টেস্টের...

এই বিভাগের অন্যান্য সংবাদ