সদ্যই অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘থাম্মা’ সিনেমার আইটেম গান ‘পয়জন বেবি’। গানের ভিডিওতে নেচে দর্শক মাতিয়েছেন মালাইকা আরোরা। নেটিজনেরা অভিনেত্রীর প্রশংসা করলেও এবার আপত্তি জানালেন মালাইকার ২২ বছর বয়সী ছেলে আরহান খান। ভারতীয় সাংবাদিকদের এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে মালাইকা বলেছেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সটান বলেছে, ‘তুমি এ রকমভাবে নাচতে পারো না’!”
আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরে যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। জানিয়েছেন, ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন।
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ে মালাইকাকে সমাজমাধ্যমে নানা কটাক্ষ সহ্য করতে হতো। সেই সময়েও বিষয়টি নিয়ে আরহান তার মাকে নানা কথা বলেছেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের থেকে অনেক কথা শুনতে হয়েছে!
মায়ের মতো আরহানও খুব ভালো নাচতে পারেন, গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকা। মা-ছেলে বাড়িতে থাকলে ‘মুন্নি বদনাম হুই’ গানে একসঙ্গে নাচেন! মায়ের এই গুণ ছেলে পেয়েছেন, মালাইকা তাতে বেজায় খুশি।