spot_img

একমাত্র এরদোগানই পারেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে: ট্রাম্প

অবশ্যই পরুন

একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই পারবেন ‘রাশিয়া-ইউক্রেন’ যুদ্ধ থামাতে। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আনাদোলু এজেন্সি। এ সময়, এরদোগানের সাথে নিজের সুসম্পর্কের কথাও বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া-ইউক্রেন দুই দেশই এরদোগানকে সম্মান করে। তার সাথে আমারও বেশ ভালো সম্পর্ক। ন্যাটোর সাথে এরদোগানের কোনো সমস্যা হলে আমিই মধ্যস্থতা করি। আমার ধারণা তিনি অবশ্যই রাশিয়া ও ইউক্রেন এর সংঘাত থামাতে পারবেন।

এর আগে, গত সোমবার ট্রাম্প এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে এরদোগানসহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেখানে কিয়েভ এবং মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি। সেইসাথে, শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতাসহ যেকোনো উদ্যোগের জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান এরদোগান।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শুরু থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।

সর্বশেষ সংবাদ

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ