spot_img

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য আবারও আর্জি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

‘গাজা পিস সামিট-২০২৫’ এ বেশ কিছু মজার ঘটনা এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি এই সামিট কে বেশ আলোচিত করে রেখেছে অন্যদিকে বিশ্বের অন্যান্য প্রভাবশালী নেতাদের মধ্যে একে অপরের সঙ্গে করা খুনসুটিগুলোও ভাইরাল হচ্ছে।

সেখানে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে উল্লেখ করেন।

শেহবাজ শরীফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি প্রতিষ্ঠায় যেসব উদ্যোগ নিয়েছেন তার কোনো তুলনা হয় না। তিনি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোকের জীবন বাঁচিয়েছেন।

এসময় পাক প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার নতুন মাইলফলক রচিত হয়েছে। তিনি আসলেই একজন ‘ম্যান অব পিস’। আমি আজ আবারও এই দুর্দান্ত প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করছি।

এদিকে ডোনাল্ড ট্রাম্পও নিজের বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ দিয়ে তার প্রশংসা করেন।

অন্যদিকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমার জানামতে উনি (আসিম মুনির) শ্রেষ্ঠ ফিল্ড মার্শাল।

সর্বশেষ সংবাদ

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি; উৎপাদকরা বাড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ