spot_img

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে হারল বাংলাদেশ

অবশ্যই পরুন

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে এ নিয়ে তৃতীয় হারের মুখ দেখলো নিগার সুলতানা জ্যোতির দল।

বিশাখাপত্নমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকেই আসে ৫৩ রান। এই জুটি ভাঙ্গে রুবাই হায়দার ট্রায়নের শিকার হলে। সাজঘরে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে আসে ২৫ রান। এরপর ধীরগতির ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ফারজানা হক। এই ওপেনারের পথের কাঁটা হয়ে দাঁড়ান মালাবা। ৭৬ বলে ৩০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাংলাদেশের এই ওপেনার।

ইনিংস লম্বা হয়নি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও। ৪২ বলে ৩২ করে সাজঘরে ফেরেন দলনায়ক। অর্ধশত করার পরই রানআউটের শিকার শারমিন আক্তার। তিনি করেন ৭৭ বলে ৫০। আর শেষের দিকে স্বর্ণা আক্তারের ঝড়ে লড়াই করার পুঁজি পায় টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে স্বর্ণা ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৩২ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।

জবাবে শুরুতেই তাজমিন ব্রিটসকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার। অধিনায়ক লরা থামেন ৩১ রানে। এরপর রিতু মনি-রাবেয়া-ফাহিমা আঘাত হানলে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। কিন্তু ষষ্ঠ উইকেটে ৮৫ রান যোগ করে বিপর্যয় সামাল দেন ক্লো ট্রায়ন আর মারিজান ক্যাপ জুটি। ক্যাপ ৫৬ রান এবং ট্রায়ন ৬২ রান করে সাজঘরে ফেরেন।

শেষে নাদিন ডি ক্লার্কের ২৯ বলে অপরাজিত ৩৭ রানে তিন বল বাকি থাকতে ৩ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। ক্লার্ক আগের ম্যাচেও ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচজয়ী অপরাজিত ৫৪ বলে ৮৪ রানের অনবদ্য এক ইনিংস।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচেই হারের মুখ দেখতে হলো বাংলাদেশকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান জ্যোতির দলের।

সর্বশেষ সংবাদ

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

মিশরের শারম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার (১৩ অক্টোবর) ঐতিহাসিক গাজা শান্তিচুক্তিটি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ