spot_img

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনকে টমাহক লং-রেঞ্জ ক্রুজ মিসাইল পাঠানোর বিষয়ে বিবেচনা করছেন। বলেন, এটি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ‘নতুন আক্রমণের ধাপ’ হিসেবে বিবেচিত হতে পারে।

এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘দেখা যাক; আমি হয়তো টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারি।’

গত সপ্তাহে, ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির মধ্যে দ্বিতীয়বারের ফোনালাপের পর এই বিষয়টি সামনে আসে। জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর জন্য শক্তিশালী সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য জোর দিয়েছিলেন।

মস্কো আগে থেকেই ওয়াশিংটনকে সতর্ক করেছে যে, কিয়েভকে দীর্ঘ-দূরত্বের ক্ষেপণাস্ত্র প্রদান করলে এটি সংঘাতকে বড় মাত্রায় উত্তেজিত করবে এবং মার্কিন-রাশিয়ার সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করবে।

টমাহক মিসাইলের সর্বোচ্চ পরিসীমা ২,৫০০ কিমি (১,৫০০ মাইল), যা ইউক্রেন থেকে মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

ফোনালাপে জেলেনস্কি ও ট্রাম্প ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি, এয়ার ডিফেন্স উন্নয়ন এবং দীর্ঘ-দূরত্বের অস্ত্রসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ইউক্রেনের শহরগুলো, বিশেষ করে কিয়েভ, বারবার রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। রাশিয়া বিশেষভাবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে।

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

মিশরের শারম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার (১৩ অক্টোবর) ঐতিহাসিক গাজা শান্তিচুক্তিটি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ