ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১১ অক্টোবর) ভোর ৬টায়।
এ ম্যাচের একাদশে অনিশ্চিত লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ব্যস্ত সূচির কারণে গত ২১ দিনে ইন্টার মায়ামির হয়ে মেসিকে খেলতে হয়েছে ৬টি ম্যাচ। ক্লান্তির কারণে ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টাইন এই তারকার প্রথম একাদশে থাকা নিয়ে আছে শঙ্কা।
মুখোমুখি লড়াইয়ে ৩০বারের দেখায় আর্জেন্টিনা ২৫ ম্যাচে ও ভেনিজুয়েলা জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র। এছাড়া, শেষ ৫ দেখায় ৪টিতে আর্জেন্টিনার জয় ও এক ম্যাচ নিষ্পত্তি হয়েছে ড্রয়ে।
উল্লেখ্য, গত মাসে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে কনমেবল অঞ্চলের শীর্ষ দল হিসেবে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, যার শুরুটা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচ দিয়ে।