spot_img

কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন

অবশ্যই পরুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে বিষয়টি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতের এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে একটি এসইউভি গাড়ি টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো।

বিষয়টি খতিয়ে দেখছে তালেবান সরকার। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে তারা। ঘটনাস্থলে বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখেছে প্রত্যক্ষদর্শীরা, এমন উল্লেখ করা হয় প্রতিবেদনগুলোতে।

এদিকে, বিস্ফোরণের ঘটনাটিকে পাকিস্তানের বিমান হামলা বলে দাবি করেছে পাকিস্তান অবজারভারসহ কয়েকটি গণমাধ্যম। বিস্ফোরণের পর এলাকাটিতে টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রাখা হয়।

সর্বশেষ সংবাদ

মারা গেছেন শরীফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ