spot_img

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

অবশ্যই পরুন

জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দশম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন। এদিন বেলা ১১টার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর সাক্ষীর ডায়াসে ওঠেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া।

১৪তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে গত বছরের ৫ আগস্টের বর্ণনা তুলে ধরেন চান মিয়া। পরে তাকে জেরা করেন পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সবমিলিয়ে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৪ জন।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী...

এই বিভাগের অন্যান্য সংবাদ