spot_img

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

অবশ্যই পরুন

জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দশম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন। এদিন বেলা ১১টার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর সাক্ষীর ডায়াসে ওঠেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া।

১৪তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে গত বছরের ৫ আগস্টের বর্ণনা তুলে ধরেন চান মিয়া। পরে তাকে জেরা করেন পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সবমিলিয়ে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৪ জন।

সর্বশেষ সংবাদ

ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলো সিবিউন-সঞ্জয়

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর’...

এই বিভাগের অন্যান্য সংবাদ