spot_img

ইরান-রাশিয়া পারমাণবিক সহযোগিতা জোরদারে আলোচনা

অবশ্যই পরুন

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৈঠক করে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই)-র প্রধান মোহাম্মদ ইসলামি এবং রোসআটমের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল নিকোলাই স্পাসকি বুধবার তেহরানে বৈঠক করেন। স্পাসকি একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফরে যান, ইসলামির ২৪ সেপ্টেম্বর মস্কো সফরের প্রতিক্রিয়া হিসেবে।

ইসলামির মস্কো সফরের সময়, ছোট মডুলার রিয়্যাক্টর নির্মাণে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই হয়। বুধবারের বৈঠকে এই প্রকল্পগুলো আরও এগিয়ে নেওয়া নিয়ে আলোচনা হয়।

হরমুজ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও ২৫ বিলিয়ন ডলারের চুক্তি

আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয় ইসলামির সফরে, যার আওতায় রয়েছে ইরান-হরমুজ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চারটি ১,২৫০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণ।
এই সফরের দুই দিন পর, ইরান ও রাশিয়া ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করে এই চারটি রিয়্যাক্টর নির্মাণে, যা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির (২০ বছরের রোডম্যাপ) অংশ।
সম্প্রতি রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট দুমা এই চুক্তিকে অনুমোদন দিয়ে আইনি বৈধতা দিয়েছে।

এইওআই জানিয়েছে, বুধবারের আলোচনা ব্যাপক ছিল এবং এতে চলমান পারমাণবিক প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। উভয় পক্ষ যৌথ প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছে।

এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোসআটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ শিগগিরই ইরান সফর করবেন। তিনি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২ ও ৩ নম্বর ইউনিটের নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করবেন এবং গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।

সর্বশেষ সংবাদ

এক হালি গোলে নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার যুবারা

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা। দুই...

এই বিভাগের অন্যান্য সংবাদ