spot_img

শাহরুখের সংস্থা রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি দিল্লি হাইকোর্টের

অবশ্যই পরুন

শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ এবং সাবেক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জোনাল ডিরেক্টর সমির ওয়াংখেড়ের আইনি পদক্ষেপ আরও একধাপ বাড়ল। সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলার ভিত্তিতে বুধবার দিল্লি হাইকোর্ট শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করেছে।

আদালত জানিয়েছে, এই মামলার অন্তর্বর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়াংখেড়ের অভিযোগ, আরিয়ান খান পরিচালিত এই সিরিজ়ে তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এই মর্মে তিনি শাহরুখ, গৌরী এবং আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

যদিও এর আগে হাইকোর্ট ওয়াংখেড়ের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই সময় এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি।

আরিয়ানের এই সিরিজে কোথাও সরাসরি সমির ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি। তবে একটি NCB কর্মকর্তার চরিত্র দেখানো হয়েছে, যা খানিকটা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপিত হয়েছে। সমালোচকরা মনে করছেন, এই চরিত্রের চেহারার সঙ্গে সমির ওয়াংখেড়ের চেহারার মিল রয়েছে।

সর্বশেষ সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ