spot_img

গুমকাণ্ডে প্রথমবারের মতো হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ দাখিল

অবশ্যই পরুন

গুমের ঘটনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

এক মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনকে এবং অন্য মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, আজ বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল‑১ এ গুমের অভিযোগে ২টি, এবং জুলাই আন্দোলনে গুলি চালানোর অভিযোগে বিজিবি অফিসারদের বিরুদ্ধে ১টিসহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

টিএফআই গুম: শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ

জেআইসি গুম: শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ

জুলাই আন্দোলন, রামপুরা গুলি: চারজনের বিরুদ্ধে ৬টি অভিযোগ

এর আগে গত ৬ অক্টোবর গুম মামলার সর্বশেষ অবস্থা নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, এই সপ্তাহে অনেকগুলো ঘটনা সামনে আসবে।

তদন্ত শেষ হয়েছে কি-না জানতে চাইলে তিনি জানান, গুমের অনেক মামলা আছে; সবগুলো না হলেও প্রধান কয়েকটির রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। একটি জটিল মামলা হওয়ায় খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে।

প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা থাকবেন কি না? —এ প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, “বাকিটুকু দেখতে হবে।”

সর্বশেষ সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ