spot_img

স্বস্তিতে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি অর্থনৈতিক দিক দিয়ে “স্বস্তিতে আছেন”এবং এই অবস্থায় তারা “মোটামুটি আত্মবিশ্বাসী”।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক সাংবাদিক বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ তুলে বলেন, দেশজুড়ে দারিদ্র্যের হার বেড়েছে।

জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমি তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। দারিদ্র্য আছে, দারিদ্র্য বেড়েছে—এটা বলার আগে অনেক কিছু বলতে হয়। আমি জানি তারা কীভাবে দারিদ্র্য পরিমাপ করে। তারা নির্দিষ্ট কিছু বেইজ ও ক্লায়েন্ট ধরে কাজ করে।

তিনি আরও বলেন, আপনি যদি ৫ হাজার লোককে টেলিফোন করে ইন্টারভিউ নেন আর বলেন দারিদ্র্য বেড়েছে—আমি এসব পদ্ধতি জানি। আমাকে একবার বলা হয়েছিল, ‘স্যার আপনি একটা পেপার লেখেন’, আমি বললাম, একটা ফার্ম তো ২০ হাজার রিপ্লাই তৈরি করে দিতে পারে একদিনেই। এখানে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আছে। অবশ্যই আমাদের চ্যালেঞ্জ আছে, সেটা অস্বীকার করছি না। কিন্তু এত শতাংশ বেড়ে গেছে—এই ধরনের দাবি নিয়ে প্রশ্ন তোলা যায়।

দারিদ্র্য পরিমাপ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি মন্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, অমর্ত্য সেন একবার বলেছিলেন—খুব সূক্ষ্মভাবে দারিদ্র্য মাপতে হবে না, দরিদ্র লোক দেখলেই বোঝা যায়। তার মুখাবয়ব, ব্যবহার—সবকিছুই বলে দেয়।

সাংবাদিকরা জানতে চান, অর্থনীতি কি সত্যিই স্বস্তির অবস্থানে রয়েছে? জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক দিক থেকে আমি স্বস্তিতে আছি। সে জন্য আমরা মোটামুটি আত্মবিশ্বাসী। অন্য দিকগুলো নিয়ে মন্তব্য করব না।

সর্বশেষ সংবাদ

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ