পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়ার জন্ম পাকিস্তানে, আর ভারত তার মাতৃভূমি। এই ক্রিকেটার কেবল বল হাতেই নন, বিতর্কের মঞ্চেও আলোচনায় এসেছেন বহুবার। একসময় মাঠে তার ঘুর্নি বিভ্রান্ত করতো ব্যাটারদের। আর এখন তার মন্তব্যে ঘূর্ণি তৈরি হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কয়েকদিন আগে ভারতের অন্যতম প্রভাবশালী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এর প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন দানিশ কানেরিয়া।
যেখানে তিনি দাবি করেছেন, এই সংগঠনটি হিন্দু সমাজকে শক্তিশালী করছে। তার এমন মন্তব্যে আবারও প্রশ্ন উঠেছে, কানেরিয়া কি তাহলে ধীরে ধীরে এগুচ্ছেন ভারতের নাগরিকত্বের দিকে।
আর কেবল এবারই নয় প্রায়ই তাকে দেখা যায় নিজ দেশ পাকিস্তান সরকারের সমালোচনা করতে। আবার প্রশংসা করছেন ভারত সরকারের নীতি। আর তার ভারতের নাগরিকত্ব নেয়ার বিষয়ে গুঞ্জন উঠেছে অনেকবার।
তবে এসব বিতর্কের উত্তর এবার নিজেই দিয়েছেন সাবেক এই লেগস্পিনার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, পাকিস্তান আমার জন্মভূমি, কিন্তু ভারত আমার পূর্বপুরুষদের দেশ, আমার মাতৃভূমি। আমার কাছে ভারত একটা মন্দিরের মতো। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই। ভবিষ্যতে যদি আমার মতো কেউ তা নিতে চায়, তাহলে আমাদের মতো মানুষের জন্য তো সিএএ রয়েছে।
উল্লেখ্য, সিএএ হচ্ছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন, যার আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টান সম্প্রদায়ের কিছু শরণার্থীদের দেশটির নাগরিকত্ব দেয়া হয়।