spot_img

আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচনের ফল ঘোষণা

অবশ্যই পরুন

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর প্রথম সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) এ ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। খবর আনাদোলুর

পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের জন্য উচ্চতর কমিটির মুখপাত্র নাওয়ার নাজমেহ দামেস্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পিপলস অ্যাসেম্বলি বা সংসদের দুই-তৃতীয়াংশ আসনের ফলাফলই চূড়ান্ত, যা আপিলের বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘অবশিষ্ট তৃতীয়াংশ আসন নিয়োগ করবেন পেসিডেন্ট আহমেদ আল-শারা। পরের এই প্রক্রিয়া নির্বাচনী সংস্থার সঙ্গে সম্পর্কিত নয়। প্রতিটি নির্বাচিত সংসদ সদস্য সংশ্লিষ্টতা নির্বিশেষে সকল সিরিয়ার নাগরিকের প্রতিনিধিত্ব করেন।’

নতুন সংসদ যুগান্তকারী উল্লেখ করে নাজমেহ বলেন, আসাদ সরকারের বিরুদ্ধে ১৩ বছরের বিদ্রোহের সময় আহত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৪ শতাংশ আসন বরাদ্দ করা হয়েছে। তবে নারীর প্রতিনিধিত্ব ও খ্রিষ্টান সম্প্রদায়ের অংশগ্রহণ ‘অপ্রতুল’ বলে স্বীকার করেন নাজমে। খ্রিষ্টানদের জন্য মাত্র দুটি আসন বরাদ্দ হয়েছে, যা তাদের জনসংখ্যার তুলনায় কম বলে উল্লেখ করেন তিনি। তবে তিনি নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ বলে বর্ণনা করেছেন।

কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমদ একটি পৃথক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই নির্বাচনে ১১৯ জন প্রার্থী ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।’ তবে তিনি জানান, উত্তর-পূর্ব সিরিয়ার সুওয়াইদা এবং রাক্কা এবং দক্ষিণে হাসাকাহ প্রদেশগুলোতে ২১ আসন এখনও খালি রয়েছে।

এর আগে রোববার সিরিয়ায় পরোক্ষ ভোটের মাধ্যমে ২১০ আসনের পিপলস অ্যাসেম্বলির মধ্যে ১৪০ আসনে ভোট গ্রহণ করা হয়। দেশজুড়ে নির্বাচনী সংস্থার মাধ্যমে বাছাই করা প্রায় ৬ হাজার ভোটার এই নির্বাচনে অংশ নেন। বাকি ৭০ জন সদস্য নিয়োগ দেবেন প্রেসিডেন্ট শারা।

সর্বশেষ সংবাদ

ব্রিটেনের কাছ থেকে ২০টি ইউরোফাইটার জেট কিনছে তুরস্ক

প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করতে ব্রিটেনের কাছ থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন জেট যুদ্ধবিমান কিনতে যাচ্ছে তুরস্ক। সোমবার (২৭ অক্টোবর) আঙ্কারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ