spot_img

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি পুতিনের

অবশ্যই পরুন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৫ অক্টোবর) এক ভিডিওবার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি।

পুতিন বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে- ইউক্রেনে নতুন অস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা হচ্ছে। যার মধ্যে রয়েছে ‘টমাহক’র মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আমাদের সম্পর্ক নষ্ট করবে। এই সম্পর্কের মধ্যে যে ইতিবাচক সম্ভাবনা ছিল সেটিও শেষ হয়ে যাবে।

এর আগে, গতকাল এক ফোরামে অংশ নিয়ে তিনি সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে ‘সম্পূর্ণ নতুন স্তরের উত্তেজনা’ দেখা দেবে। এটি যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতির কোন পরিবর্তন করবে না। এ সময়, এই যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনী ধীর কিন্তু অবিচলিত গতিতে অগ্রগতি লাভ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

বুলবুল জানালেন বিসিবিতে প্রথম ইনিংসের অভিজ্ঞতা

নির্বাচনের আগে শেষ মূহুর্তের আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র। চার মাসের কুইক টি-টোয়েন্টি ইনিংস শেষে আরেকটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ