spot_img

আবারও ভেনেজুয়েলার উপকূলে ট্রলারে হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৪

অবশ্যই পরুন

আবারও ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি একটি ট্রলারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে কমপক্ষে ৪ জনের।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই মাদক চোরাচালানের সাথে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে হুমকি দেন, ভেনেজুয়েলা মাদক পাচার বন্ধ না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

অপরদিকে, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা, কলম্বিয়াসহ আরও কিছু দেশ। সেইসাথে, অনেক আন্তর্জাতিক আইনজীবী এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত এক মাসের মধ্যে এই নিয়ে চর্তুথ বারের মতো ভেনেজুলেয়ার নৌযানে আক্রমণ চালালো যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত প্রাণহানির শিকার হয়েছে ১১ জন।

সর্বশেষ সংবাদ

অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে রীতিমতো উত্তাল রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের বেশকিছু শহর। শনিবার (৪ অক্টোবর) শিকাগো ও পোর্টল্যান্ডে নিরাপত্তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ