spot_img

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

অবশ্যই পরুন

এশিয়া কাপে সুপার ফোর থেকে হতাশাজনক বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে রোমাঞ্চ জাগানো জয় পাওয়া জাকের আলির দল দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখে।

শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা পড়ে যায় চাপের মুখে। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো, অন্যদিকে রান তোলার চাপ, দুয়ের মাঝেই ম্যাচ গড়ায় শেষ ওভারে। সেখানেই দৃঢ়তায় ভর করে ২ উইকেট হাতে রেখে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় উচ্ছ্বাসে ভাসছে জাকের আলির শিষ্যরা। এ জয় শুধু সিরিজ জয়ের আনন্দই নয়, বরং সাম্প্রতিক ব্যর্থতার হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশের জন্য।

বিস্তরিত আসছে…

সর্বশেষ সংবাদ

শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’...

এই বিভাগের অন্যান্য সংবাদ