spot_img

বৃষ্টি থাকবে কতদিন জানালো আবহাওয়া অফিস

অবশ্যই পরুন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি এখন ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করছে। ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও চলমান বৃষ্টি আরও ৮ থেকে ১০ দিন অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। বৃষ্টি সহসা থামছে না উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ৮ থেকে ১০ দিন বৃষ্টি থাকতে পারে।’

শাহনাজ সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েঠে ফেনীতে ৬৯ মিলিমিলিটার। আর ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

সর্বশেষ সংবাদ

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। বুধবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ