spot_img

সহজ ম্যাচ কঠিন করে ৪ উইকেটের জয় পেল বাংলাদেশ

অবশ্যই পরুন

শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। জবাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে জেতে বাংলাদেশ।

এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। পাওয়ারপ্লেতেই আফগানরা হারায় তিন উইকেট, দলীয় ৪০ রানেই প্যাভিলিয়নে ৪ ব্যাটার। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ৩৩, মোহাম্মদ নাবীকে নিয়ে ২২ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। গুরবাজ ৩১ বলে ৪০ করে আউট হলে ঝড় তোলেন নাবী।

২৫ বলে ৩৮ করে তাসকিনের বলে আউট হওয়ার আগে তাসকিনকেই ৪ বলে মারেন ৩ ছক্কা। শেষমেশ আফগানদের ইনিংস থামে ৯ উইকেটে ১৫১ রানে, শরাফুদ্দিন আশরাফ ১২ বলে করেন ১৭ রান। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন, ৩৪ রান খরচে ২ উইকেট তানজিম হাসান সাকিবের।

১৫২ রানের টার্গেটে টাইগারদের শুরুটা হয় দুর্দান্ত। পাওয়ারপ্লেতে ৫০, ১০ ওভারে ৯৫; বিনা উইকেটে। প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি থেকে আসে একশো রান,। প্রথম উইকেটও পড়ে দলীয় ১০৯ রানে। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচেই বাংলাদেশি দুই ওপেনার পান ফিফটির দেখা।

৩৭ বলে ৫৪ করে আউট হন পারভেজ হোসেন ইমন, সমানসংখ্যক বলে তানজিদ হাসান তামিমের রান ৫১। ৯ বলের মধ্যে মাত্র ২ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ দল; ৬ উইকেট হারায় ২৫ বল আর ৯ রানের ব্যবধানে। যদিও শেষমেশ নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

সর্বশেষ সংবাদ

২০২৬ বিশ্বকাপ: নিশ্চিত হলো যে ৩০ দলের জায়গা

দরজায় কড়া নাড়ছে ফুটবল ২০২৬ বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট...

এই বিভাগের অন্যান্য সংবাদ