মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের এক বিরল সমাবেশে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘মোটা জেনারেল’ এবং বাহিনীতে বৈচিত্র্য আনার উদ্যোগের কঠোর সমালোচনা করে বলেছেন, এর ফলে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর অধঃপতন হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, যাঁরা তাঁর কর্মসূচিকে সমর্থন করেন না, তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
হেগসেথের এই মন্তব্যের সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিও সমবেত অ্যাডমিরাল এবং জেনারেলদের উদ্দেশে ভাষণ দেন এবং মার্কিন শহরগুলোতে সেনা মোতায়েন করে সেগুলোকে ‘আমাদের সামরিক বাহিনীর জন্য প্রশিক্ষণ ক্ষেত্র’ হিসেবে ব্যবহারের ধারণা দেন।
ফক্স নিউজের সাবেক গণমাধ্যম ব্যক্তিত্ব হেগসেথ এবং সাবেক রিয়েলিটি টিভি তারকা ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যগুলো একটি টেলিভিশন অনুষ্ঠানের মতো মনে হয়েছে। হেগসেথ তাঁর বক্তব্য শুরু করে বলেন, “নির্বোধ ও বেপরোয়া রাজনৈতিক নেতারা ভুল পথে পরিচালনা করায় আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা ‘ওউক ডিপার্টমেন্ট’ (অতিমাত্রায় প্রগতিশীল বিভাগ) হয়ে গিয়েছিলাম। কিন্তু আর নয়।”
হেগসেথ সম্প্রতি একজন কৃষ্ণাঙ্গ শীর্ষ জেনারেল এবং একজন নারী অ্যাডমিরালসহ যেসব ফ্ল্যাগ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, তিনি সেটিকে সমর্থন করেন। তিনি বলেন, অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তারা একটি ভেঙে পড়া সংস্কৃতির অংশ ছিলেন।
তিনি আরও বলেন, পেন্টাগনের করিডরে মোটা জেনারেল ও অ্যাডমিরালদের দেখা একেবারেই অগ্রহণযোগ্য এবং সব ফিটনেস পরীক্ষা শুধুমাত্র পুরুষদের মানদণ্ডে নির্ধারিত হবে। তিনি অপেশাদার চেহারার যুগ শেষ হয়েছে জানিয়ে সাজসজ্জার মানদণ্ডের ওপর জোর দেন এবং শ্মশ্রুমণ্ডিত থাকা চলবে না বলে উল্লেখ করেন।
ট্রাম্পও তাঁর ভাষণে বৈচিত্র্য আনার উদ্যোগের বিরোধিতা করে বলেন, “যোগ্যতা। সবকিছুই যোগ্যতার ওপর ভিত্তি করে হবে…রাজনৈতিক কারণে কেউ আপনার জায়গা নেবে না।” ট্রাম্পের কড়া বার্তা ছিল—’আমার কথা পছন্দ না হলে, আপনারা হলরুম থেকে বেরিয়ে যেতে পারেন। অবশ্যই তাতে আপনাদের পদমর্যাদা ও ভবিষ্যৎ—দুটিই চলে যাবে।’
ডেমোক্র্যাটরা এই ধরনের সমাবেশের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে সামরিক বাহিনীকে গভীরভাবে দলীয় রাজনীতির মধ্যে টেনে আনার চেষ্টা করা হচ্ছে, যা পেশাদার, নির্দলীয় সামরিক বাহিনীর নীতির পরিপন্থী।
ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎজকার, যিনি ট্রাম্পের অভ্যন্তরীণ শহরে সেনা মোতায়েনের ধারণার নিন্দা করে বলেছেন, যে ব্যক্তি তার সহকর্মী মার্কিনদের শত্রু ভাবে, তিনি দেশ শাসনের যোগ্য নয়।
সূত্র: রয়টার্স