বলিউডের নতুন রোমান্টিক-কমেডি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে ইউ/এ ১৩+ সার্টিফিকেট পেয়েছে। যা দ্বারা যা বোঝায় যে চলচ্চিত্রটি ১৩ বছর বা তার বেশি বয়সী দর্শকদের জন্য উপযুক্ত। তবে ছাড়পত্রের জন্য নির্মাতাদের কিছু পরিবর্তন করতে হয়েছে।
বলিউড হাঙ্গামা‘র খবরে জানা যায়, ছবির একটি দৃশ্যে ব্যবহৃত ‘গার্ড’ শব্দটি মিউট করতে বলা হয়েছে। এছাড়া বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের চুম্বন দৃশ্য প্রায় ৬০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। ছবির শুরুতে মদ্যপানবিরোধী ডিসক্লেইমারও যোগ করতে হবে।
সেন্সর বোর্ডের সব শর্ত পূরণ করার পর ছবিটি ছাড়পত্র পায়। ছবির দৈর্ঘ্য নির্ধারণ হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট ৪৫ সেকেন্ড। শশাঙ্ক খৈতান পরিচালিত এই সিনেমায় বরুণ ও জাহ্নবীর পাশাপাশি অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, রোহিত সরাফ, মানীশ পল, অক্ষয় ওবেরয় ও অভিনব শর্মা।
এদিকে, ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশের প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে প্রায় ৯ হাজার ২০০ টিকিট বিক্রি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগেই সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।
ছবির প্রথম দিনের আয় হতে পারে ১০ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি ৫০ লাখ রুপির মধ্যে। বিশেষজ্ঞদের মতে, ছুটির দিনে দর্শক সাড়া দিলে ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে।