spot_img

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

অবশ্যই পরুন

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

এদিন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন ট্রাম্প ও নেতানিয়াহু। ফোনালাপেই ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘প্রথম পদক্ষেপ হিসেবে—কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সময় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করার বিষয়েও তিনি অনুশোচনা প্রকাশ করেন। নেতানিয়াহু নিশ্চিত করেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না।’

গত ৯ সেপ্টেম্বর দোহায় ওই হামলা চালায় ইসরায়েল। দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। এতে অন্তত পাঁচ হামাস সদস্য নিহত হন। একই সঙ্গে কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারিও প্রাণ হারান। তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত থাকেন।

নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানিয়েছে, ‘ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আর লক্ষ্যবস্তু করা হবে না।’

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ