spot_img

ভিয়েতনামে টাইফুন ‘বুয়ালোই’র তাণ্ডব, নিহত ৮

অবশ্যই পরুন

ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে টাইফুন ‘বুয়ালোই’। এতে প্রাণ গেছে কমপক্ষে আট জনের। এখনও নিখোঁজ ১৭ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে টাইফুনটি।

এ সময়, প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা।

এর আগে, বুয়াইলোইয়ের প্রভাবে রোববার থেকেই তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় এলাকায়। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়।

এর আগে, টাইফুন আঘাত হানার আগেই ১০টি উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় হাজার হাজার বাসিন্দাকে। সব মাছ ধরার ট্রলারকে বন্দরে ভিড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেইসাথে, বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-সৌদি চুক্তিতে যোগ দিতে আগ্রহী ইরান

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তেহরানেরও যোগদান করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ...

এই বিভাগের অন্যান্য সংবাদ