spot_img

দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা

অবশ্যই পরুন

স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে দলে ফিরেই জয়ে ভূমিকা রেখেছেন লামিন ইয়ামাল। লিগের সপ্তম ম্যাচ ডে’তে রিয়াল সোসিয়াদাদকে ২-১ গোলে হারানোর সুবাদে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষস্থানে এখন কাতালানরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে সোসিয়াদাদকে আতিথ্য দেয় বার্সা।

এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ম্যাচের ৩১তম মিনিটে ওদ্রিওজোলার গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি তারা। ১২ মিনিট পর রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান জুলস কৌন্দে। স্কোরলাইন ১-১ রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দু’দলই। ম্যাচের ৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লামিন ইয়ামাল। তার ক্রস থেকে হেডে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি।

বাকি সময়ে অনেক চেষ্টা করলেও স্বাগতিকদের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সোসিয়াদেদ ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

উল্লেখ্য, ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে বার্সা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তার পরেই অবস্থান লস ব্লাঙ্কোসদের।

সর্বশেষ সংবাদ

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)...

এই বিভাগের অন্যান্য সংবাদ